ফসল : ধান

পোকার নাম : বাদামি গাছ ফড়িং

পোকা চেনার উপায় : প্রথম পর্যায়ের বাচ্চাগুলোর রং সাদা এবং পরের পর্যায়ে বাদামী। বাচ্চা থেকে পূর্ণবয়স্ক বাদামী গাছফড়িং ছোট পাখা এবং লম্বা পাখা বিশিষ্ট হতে পারে।

ক্ষতির ধরণ : ধান গাছের গোড়ায় বসে রস শুষে খায় ফলে গাছ পুড়ে যাওয়ার রঙ ধারণ করে মরে যায়। তখন একে বলা হয় হপারবার্ন বা ফড়িং পোড়া।

আক্রমণের পর্যায় : কুশি, ফল পরিপক্ব

ফসলের যে অংশে আক্রমণ করে : কান্ডের গোঁড়ায়

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , নিম্ফ

ব্যবস্থাপনা :

জমির অধিকাংশ গাছে ৪ টি ডিমওয়ালা পুর্ণ বয়ষ্ক স্ত্রী পোকা বা ১০ টি বাচ্চা বাদামিগাছ ফড়িং বা উভয়ই দেখা গেলে বাদামী গাছ ফড়িং দমনে আইসোপ্রোকার্ব জাতীয় কীটনাশক (যেমন মিপসিন বা সপসিন ৩০ গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার বিকালে স্প্রে করুন।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

বিগত মৌসুমে এ পোকার আক্রমন হয়ে থাকলে ঘন করে না লাগিয়ে ধানের চারা ৩০-৪০ সেন্টিমিটার দূরে দূরে লাগানো। স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের আবাদ করুন।

অন্যান্য :

পরিমিত পরিমান ইউরিয়া সার ব্যবহার করুন। ধান গাছের গোড়ায় পোকা দেখা গেলে জমিতে জমে থাকা পানি শুকিয়ে নিন। আলোক ফাঁদ ব্যবহার করুন।

আলোক ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮