ফসল : পান

পোকার নাম : কালো পোকা

পোকার স্থানীয় নাম : :

পোকা চেনার উপায় : পোকাগুলি ১-২ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। গায়ের রং কালচে তামাটে বা কালো আর পা-গুলো বেশ শক্ত, পূর্ণাঙ্গ পোকা পাতার উপর ডিম পাড়ে। পরে ডিম থেকে ছোট পোকা বেরিয়ে আসে আর ঝাঁক বেঁধে থাকে।

ক্ষতির ধরণ : গাছের কচি পাতা বা ডাঁটা থেকে রস চুষে খায়। ফলে পাতা কুঁকড়িয়ে যায়। পরে আক্রান্ত পাতা শুকিয়ে যায়।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা

ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , কচি পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক , কীড়া

ব্যবস্থাপনা :

আক্রমণ বেশি হলে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক (যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার ) ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

জমি পরিস্কার পরচ্ছন্ন রাখুন; আগাম বীজ রোপন করুন; সুষম সার ব্যবহার করুন ; নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন।

অন্যান্য :

হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলুন; আক্রান্ত পাতা ও ডগা অপসারণ করুন; পরভোজী পোকা যেমন : লেডিবার্ডবিটল লালন করুন;  ডিটারজেন্ট/ সাবানের গুড়া পানিতে মিশিয়ে স্প্রে করুন।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।