ফসল : আম

পোকার নাম : ফল ছিদ্রকারী পোকা

পোকার স্থানীয় নাম : : ভোমরা পোকা

পোকা চেনার উপায় : আমের গুটির মাথায় ছিদ্র দেখা যায়, পোকার মুখে লম্বা শুড় দেখা যায়।

ক্ষতির ধরণ : আমের অন্যতম প্রধান সমস্যা, পূর্ণবয়স্ক স্ত্রী পোকা আমের নিচের আংশে ডিম পাড়ে, কয়েকদিনের মধ্যেই ডিম থেকে কীড়া বের হয় এবং আমের শাঁস খেয়ে ফেলে, ধীরে ধীরে আটি পর্যন্ত আক্রমন করে।বেশি আক্রান্ত ফল ফেটে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , কীড়া

ব্যবস্থাপনা :

আমের ভোমরা পোকা দমন করতে হলে মুকুল আসার আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোকা দমনের জন্য ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ( যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার)  প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। 

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

আম বাগান নিয়মিত চাষ দিয়ে আগাছা মুক্ত, পরিচ্ছন্ন রাখতে হবে, প্রাথমিক পর্যায়ে আক্রন্ত ফল ডাল সহ ছেঁটে দিয়ে মাটিতে পুতে ফেলতে হবে। 

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।