আম এর চাষপদ্ধতির তথ্য

ফসল : আম

চাষপদ্ধতি :

জমি তৈরিঃ চাষ ও মই দিয়ে সমতল এবং আগাছামুক্ত করে নিতে হবে ।  চারা থেকে চারা ৮-১০ মিটার দূরে রোপণ করতে হবে , গর্তের আকার হবে ১মি * ১মি *১মি

গর্তে সারের পরিমাণঃ জৈব সার - ২০-৩০ কেজি, টিএস পি ৪৫০-৫৫- গ্রাম, এমও পি ২০০-৩০০ গ্রাম, জিপ সাম - ২০০ গ্রাম, জিঙ্ক সালফেট - ৪০-৬০ গ্রাম।

চারা রোপণঃ গর্ত ভর্তির ১০-১৫ দিন পর চারার গোঁড়ায় মাটির বলসহ গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে । চারা রোপণের পর পানি , খুঁটি ও বেড়ার ব্যবস্থা করতে হবে ।

ডাল ছাঁটাইকরণঃগাছের প্রধান কান্ডটি যাতে সোজাভাবে ৩ ফুট থেকে ৫.০ ফুট ওঠে সেদিকে লক্ষ্য রেখে গাছের গোড়ার অপ্রয়োজনীয় শাখা কেটে ফেলতে হবে। প্রতি বছর বর্ষার শেষে মরা, রোগাক্রান্ত ও দুর্বল ডালপালা কেটে দিতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।