আম এর সেচের তথ্য

ফসল : আম

সেচ ব্যবস্থাপনা :

চারা গাছের দ্রুত বৃদ্ধির জন্য ঘন ঘন সেচ দিতে হবে। ফলন্ত গাছের বেলায় মুকুল বের হওয়ার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে। আমের মুকুল ফোঁটার শেষ পর্যায়ে ১ম বার এবং ফল মটর দানার আকৃতি ধারণ পর্যায়ে পুনরায় বেসিন পদ্ধতিতে সেচ প্রয়োগ করতে হবে।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : আম গাছ জলাব্ধতা সহ্য করতে পারে না, তাই বৃষ্টির পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।