আম এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : আম

বর্ণনা : আম গাছের চারা রোপণ করতে হয়।

বীজতলা প্রস্তুতকরণ : জমি তৈরিঃ চাষ ও মই দিয়ে সমতল এবং আগাছামুক্ত করে নিতে হবে। চারা থেকে চারা ৮-১০ মিটার দূরে রোপণ করতে হবে, গর্তের আকার হবে ১মি * ১মি *১মি।


বীজতলা পরিচর্চা : গর্তে জৈব সার ২০-৩০ কেজি, টিএসপি ৪৫০-৫৫- গ্রাম, এমওপি ২০০-৩০০ গ্রাম, জিপ সাম - ২০০ গ্রাম, জিঙ্ক সালফেট - ৪০-৬০ গ্রাম দিতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর,২০১৭।