ফসল : গাজর
পোকার নাম : গাজরের উড়চুঙ্গা পোকা
পোকা চেনার উপায় : ৫-৬ সেমি (২ ইঞ্চি)এর মতো লম্বা, মেটে বাদামি রঙ্গের শক্ত ধরনের কিন্তু দেহ কোমল ও চঞ্চল পোকা। বয়স্ক পোকার পাখা পিঠের অর্ধেক আবৃত। সামনের পা চেপ্টা ও খাঁজকাটা, মাটি খনন উপযোগী। বাচ্চা পোকা বয়স্কের মতো তবে পাখাহীন।
ক্ষতির ধরণ : এ পোকা গাজর কেটে দেয়। সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
আক্রমণের পর্যায় : চারা, ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : ফল
পোকার যেসব স্তর ক্ষতি করে : ফেজ -১ , পূর্ণ বয়স্ক
ব্যবস্থাপনা :
অধিক আক্রান্ত জমিতে ফিপ্রোনিল/ ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (যেমন: রিজেন্ট ১০-১৫ মিলি) ১০ লিটার পানিতে মিশিয়ে)১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সবজি বিষাক্ত থাকবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
উত্তমরুপে জমি চাষ দিন। পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতে দিন। চারা লাগানোর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন।
অন্যান্য :
সকাল বেলা কেটে ফেলা চারার আশে পাশে মাটি খুরে পোকা বের করে মেরে ফেলুন।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।