ফসল : টমেটো
পোকার নাম : পাতা সুড়ঙ্গকারী পোকা
পোকা চেনার উপায় : এ পোকার কীড়া ছোট আকারের, দেখতে হলদে থেকে হালকা সবুজ রঙের। মাথা বাদামী রঙের্। পূর্ণবয়ষ্ক কীড়া ৫-৬ মিলিমিটার লম্বা হয়। পূর্ণাঙ্গ পোকা বাদামী রঙের এবং আকারে খুবই ছোট।
ক্ষতির ধরণ : এ পোকার ক্ষুদ্র কীড়া পাতা ছিদ্র করে পাতার দুই পর্দার মাঝের সবুজ অংশ আঁকাবাঁকা সুড়ঙ্গ করে খায়। ফলে পাতার আক্রান্ত অংশটুকু স্বচ্ছ পর্দার মত দেখায় এবং পাতা ফ্যাকাশে বর্ণের হয়ে যায়। বয়স্ক পাতায় আক্রমণ হলে বাদামী ছোপ ছোপ দাগ দেখা যায়। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে এবং ফলন খুব কম হয়।
দমন ব্যবস্থা : আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। আঠালো হলুদ ফাঁদ ব্যবহার করে এদের আকৃষ্ট করে মেরে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন-সেভিন ৮৫ পাউডার) প্রতি শতকে ৭ গ্রাম হারে ব্যবহার করতে হবে
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা, পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকাল : সব
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : ফেজ -১ , কীড়া
ব্যবস্থাপনা :
নিমতেল ৫ মিলিলিটার (১মুখ) ও ৫ গ্রাম ট্রিক্স প্রতিলিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে পোকার আক্রমণ কম হয়। বালাইনাশক ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পোকার কীড়া দেখামাত্রই হাতেনাতে মেরে ফেলতে হবে।
অন্যান্য :
আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। আঠালো হলুদ ফাঁদ ব্যবহার করে এদের আকৃষ্ট করে মেরে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন-সেভিন ৮৫ পাউডার) প্রতি শতকে ৭ গ্রাম হারে ব্যবহার করতে হবে
হলুদ ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।