ফসল : পাট

পোকার নাম : কাটুই বা লেদা পোকা

পোকার স্থানীয় নাম : : নেই

পোকা চেনার উপায় : পূর্ণবয়স্ক পোকা একটি গাঢ় বাদামী রঙের মথ। সামনের পাখনা লম্বা, কম প্রসস্থ, গাঢ় বাদামী রঙের, প্রত্যেকটি পাখনায় তিনটি কালো ছাপ এবং কয়েকটি সাদা অসম দাগ রয়েছে। পিছনের পাখনা ধূসর সাদাটে।পূর্ণবয়স্ক কীড়া ১.৫ ইঞ্চি বা ৩.৮ সেমি লম্বা এবং কালচে সবুজ রঙের। এদের পিঠে কালচে বাদামী ও হলুদ রঙের দাগ আছে। এদের গায়ে শুঙ্গ থাকে না এবং দেহের পাশে দুই সারি সাদা ফোটা আছে।

ক্ষতির ধরণ : বৈশাখ মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই পোকার আক্রমণ দেখা যায় । কাটুই বা লেদা পোকা শূককীট অবস্থায় পাট গাছের ক্ষতি করে। পোকা চারা গাছের কচি পাতা আক্রমণ করে পরে ডগা কেটে ফেলে। গাছের উচ্চতা ১২০-১৫০ সেমি বা ৩-৪ মিঃ হওয়া পর্যন্ত এই আক্রমণ চলতে থাকে। প্রথমে শূককীটগুলি গাছের কচি পাতা ছিদ্র করে খায়। বড় হওয়ার সাথে সাথে সম্পূর্ণ পাতা খেতে থাকে। এই পোকা সাধারণত দিনে মাটির নিচে থাকে এবং রাতে পাট গাছকে আক্রমণ করে। খাওয়ার পর এই পোকা আবার মাটিতে চলে যায়। এই পোকা মাঠের প্রায় ৮৫% পাট ফসল নষ্ট করে। ইহা গৌণ পোকা হিসাবে চিহ্নিত ।

আক্রমণের পর্যায় : চারা

পোকামাকড় জীবনকাল : লার্ভা, কীড়া, নিম্ফ

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ডগা , কচি পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া , নিম্ফ

ব্যবস্থাপনা :

আক্রান্ত ক্ষেতে সেচ দিয়ে ২/১ দিন পানি ধরে রাখতে হবে, আক্রমন বেশী হলে অনুমোদিত কীটনাশক নিদিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে।এমন ভাবে স্প্রে করতে হবে যাতে গাছ ও মাটি ভাল ভাবে ভিজে যায় । কীটনাশক কুইনালফস ২০ ইসি, বনুলাক্স ২০ ইসি বা ক্লোরপাইরিফস গ্রুপের যেকোন কীটনাশক ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

বালাইনাশক সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

শালিক বা ময়না পাখি লেদা পোকা খেতে পছন্দ করে। পাট ক্ষেতে গাছের ডাল পুঁতে পাখি বসার সুযোগ করলে এরা পোকা খেয়ে পোকার সংখ্যা কমিয়ে ফেলে।

তথ্যের উৎস :

ফসলের বালাই বাবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, ২য় সংস্কার, ২০১৩। পাট, কেনাফ মেস্তার ক্ষতিকারক পোকামাকড় ও নিয়ন্ত্রন, কামরুজ্জামান ও রফিকুল ইসলাম, ২০১২।