ফসল : বাদাম
পোকার নাম : পিঁপড়া
পোকা চেনার উপায় : এরা খুবই ছোট কালো ও লাল উভয় রঙের হয়ে থাকে।
ক্ষতির ধরণ : জমিতে বাদাম লাগানোর পর পরেই পিঁপড়া আক্রমণ করে রোপিত বাদামের দানা সব খেয়ে ফেলে।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা
পোকামাকড় জীবনকাল : পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : ফল , শিকড়
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক
ব্যবস্থাপনা :
বীজ বপনের পর ছাই অথবা সেভিং ডাস্ট জমির চারদিকে ছিটিয়ে দেয়া।
তথ্যের উৎস :
সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।