ফসল : মরিচ

পোকার নাম : মরিচের থ্রিপস পোকা

পোকার স্থানীয় নাম : : নেই

পোকা চেনার উপায় : উকুনের মত ছোট চিকন কালো ও লম্বাটে। বাচ্চা সাদা।

ক্ষতির ধরণ : পাতা সাদা হয়ে কুঁকড়ে যায়।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, চারা

পোকামাকড় জীবনকাল : নিম্ফ

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : নিম্ফ

ব্যবস্থাপনা :

ডাইমেথোয়েট জাতীয় কীটনাশক (রগর অথবা টাফগর ২০ মিলি অথবা ৪ মুখ )অথবা ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক(যেমন এডমায়ার অথবা টিডো ১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার। কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে। 

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত জমি পরিদর্শন করতে হবে।

অন্যান্য :

প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা।পরিস্কার পানি জোরে স্প্রে করা। আধা ভাঙ্গা নিম বীজের ( ৫০ গ্রাম এক লিটার পানিতে ২৪ ঘণ্টা ভেজানর পর মিশ্রণটি ছাঁকতে হবে ) রস আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে ।সাবানের পানি ( ১০ লিটার পানিতে ২০ গ্রাম ) স্প্রে করা যেতে পারে ।

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।