আনারস এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : আনারস

বীজ উৎপাদন :

আনারস গাছে বীজ হয় না, তাই এর সাকার বা চারা দিয়ে বংশ বিস্তার করতে হয়। আনারস গাছের পাঁচটি অংশ থেকে চারা পাওয়া যায়- কান্ডের সাকার, মুকুট সাকার, গোড়ার সাকার, গেঁড় বা স্টাম্প। বাণিজ্যিক চাষের জন্য মুকুট চারা উত্তম। মুকুট চারা হলো ফলের মাথায় থাকা ঝুঁটির মত অংশ। এ চারা বেশি হয় না। তাই এর সাথে কান্ডের সাকার ও বোঁটার সাকার চারা হিসেবে ব্যবহার করা হয়। ধারাল চাকু দ্বারা মাতৃগাছ থেকে সাকার কেটে চারা সংগ্রহ করা হয়।

বীজ সংরক্ষণ:

কাটা সাকার দ্রুত রোপন করা উচিত।

তথ্যের উৎস :

বারো মাস ফল উৎপাদন, মৃত্যুঞ্জয় রায়, ২০১৬, অনিন্দ্য প্রকাশ।