আনারস এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : আনারস

মৃত্তিকা :

উঁচু জমি ও পানি দাঁড়ায় না। মাটি হতে হবে দোআঁশ ও বেলে দোআঁশ।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার ডিলার এর বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

যেহেতু নানা কারণে গাছের সংখ্যা কম বেশ হয় তাই সারের পরিমাণ হেক্টরের বদলে গাছ প্রতি দেখানো হলো। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে আনারস চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করুন।

সারের নাম

গাছ প্রতি সার

কম্পোস্ট

২৯০-৩১০ গ্রাম

ইউরিয়া

৩০-৩৬ গ্রাম

টিএসপি

১০-১৫ গ্রাম

পটাশ

২৫-৩০ গ্রাম

জিপসাম

১০-১৫ গ্রাম

গোবর, জিপসাম ও টিএসপি বেড তৈরীর সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও পটাশ সারি চারা রোপণের ৪-৫ মাস পর থেকে শুরু করে ৫ কিস্তিতে প্রয়োগ করতে হবে। অন্যান্য সার বেড তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

তবে আনারসের একবার ফলনের জন্য হেক্টর প্রতি নিম্নলিখিত মাত্রায় সার প্রয়োগ করা যেতে পারে- 

সারের নাম

হেক্টর প্রতি সার

কম্পোস্ট

১০-১৫ টন

ইউরিয়া

১০০০-১২০০ কেজি

টিএসপি

৩৫০-৫০০ কেজি

পটাশ

৮০০-১০০০ কেজি

জিপসাম

৩০০-৪০০ কেজি

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কেবিস্তারিত জানতে ক্লিক করুন

 

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট