শসা এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : শসা

বীজ উৎপাদন :

শুধুমাত্র বিশুদ্ধ অপি জাতের শসাতে বীজ রাখা যায় । দুই থেকে আড়াই মাসের মধ্যে ফল পেকে গেলে বালাইমুক্ত ও নিরোগ  গাছ থেকে পুষ্ট  ফল  বাছাই করে কাগজের ঠোংগা খুলে ফেলতে হবে ।ফল পরিপূর্ণ পেকে গেলে হলুদ/লাল  রং ধারণ করে। পাকা ফল  চিড়ে বীজ বের করে নিন। পরে শাঁস থেকে কচলিয়ে  বীজ বের করে  পরে চালুনিতে ঘষে  পরিস্কার পানিতে  ভালো করে ধুয়ে নিন।হালকা রোদে  ২-৩ দিন ঝরঝরে করে শুকিয়ে  নিন।এতোমধ্যে অপুষ্ট বীজ ও অপদ্রব্য বাছাই করে নিন। বীজ দাঁতে কট আওয়াজ করলে তা শুকানো  হয়েছে ধরে নেয়া যায়।শুকনা বীজ বায়ুশূন্য পলি ব্যাগে বা বায়ুনিরোধক পাত্রে বিশেষ করে কাঁচের বৈয়ামে পূর্ণ করে রাখুন।   পাত্রের ফাঁকা জায়গা শুকনা ও পরিস্কার  বালু বা ছাই  ভরে রাখুন। পাত্র ফাঁকা থাকলে বীজের গজানো হার কমে  যেতে পারে।

বীজ সংরক্ষণ:

প্লাস্টিক/টিনের ড্রাম, পলিব্যাগ, কাঁচের বৈয়াম প্রভৃতি বায়ুরোধী পাত্রে কয়েক দিন রোদে শুকিয়ে ৭% আর্দ্রতায়  বীজ সংরক্ষণ করুন।বীজ পাত্র ঘরের ভিটিতে না রেখে শুকনা ও ঠান্ডা স্থানে মাচায় রাখুন। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবইবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট৬ষ্ঠ সংস্করণসেপ্টেম্বর২০১৭।