শসা এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : শসা

মৃত্তিকা :

বন্যামুক্ত, পানি জমে না এমন দোআঁশ- বেলে দোআঁশ।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

সারের নাম

হেক্টর প্রতি সার

পঁচা গোবর 

৫ টন

ইউরিয়া

৮০ কেজি

টি এস পি

১০০ কেজি

এম ও পি

৫০ কেজি

জিপসাম

৫০ কেজি

দস্তা

১২ কেজি

বোরন

১০ কেজি

 

সারের নাম

শতক প্রতি সার

পঁচা গোবর 

২০ কেজি

ইউরিয়া

৩২০ গ্রাম

টি এস পি

৪০০ গ্রাম

এম ও পি

২০০ গ্রাম

জিপসাম

২০০ গ্রাম

দস্তা

৪৮  গ্রাম

বোরন

৪০ গ্রাম

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

৫০০০ কেজি গোবর, ১০০ কেজি টিএসপি , ৫০ কেজি এমওপি, ৫০ কেজি জিপসাম১২ কেজি দস্তা, ১০ কেজি বোরণ জমি তৈরির সময় মাটিতে প্রয়োগ করুন। অবশিষ্ট গোবর (৫০০০ কেজি), টিএসপি (১০০ কেজি), ইউরিয়া (৮০ কেজি), পটাশ (৫০কেজি) চারা রোপণের ৫-৬ দিন পূর্বে  মাদায় প্রয়োগ করুন। চারা রোপণের ১০-১৫ দিন পর ১ম বার ,ফুল আসার পর ২য় বার এবং ফল ধরার সময় ৪০ কেজি ইউরিয়া প্রয়োগ করুন। মাটির ধরন ধরণ সারের মাত্রা কম বেশি করুন।মাদায় চারা রোপণের পূর্বে সার দেয়ার পর পানি দিয়ে মাদার মাটি ভালভাবে ভিজিয়ে দিতে হবে। অতঃপর মাটিতে জো এলে ৭-১০ দিন পর চারা রোপণ করতে হবে।  

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।