শসা এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : শসা

বর্ণনা : নার্সারী বা বীজ তলায় চার তৈরী করে জমিতে লাগানো উত্তম।

বীজতলা প্রস্তুতকরণ : বীজতলা তৈরি ও বপন পদ্ধতিঃ নার্সারী বা বীজ তলায় চারা তৈরী করে জমিতে লাগানো উত্তম। ৫০:৫০ অনুপাতে পচা গোবর বা কম্পোষ্ট ও মাটি একত্রে মিশিয়ে ৬ x ৮ ইঞ্চি সাইজের পলিথিনের ব্যাগে ভরে নিন। প্রতি ব্যাগে ১ টি করে বীজ বপন করুন। বীজ বপনের সময়ঃ সাধারণ ভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শশার বীজ বপন করুন। তবে উচ্চ ফলনশীল/ হাইব্রিড জাতের ক্ষেত্রে বীজের প্যাকেটের গায়ে লেখা নির্দেশিকা অনুসরণ করুন। লাইনে রোপনঃ সাধারণত মাদা থেকে মাদার দূরত্ব ৬০-৭০ ইঞ্চি আর লাইন থেকে লাইনের দূরত্ব ৭০-৮০ ইঞ্চি রাখুন। মাদায় রোপনঃ চারার বয়স ১৬-২০ দিন হলে পলিব্যাগ সরিয়ে মাদায় চারা রোপণ মাদা তৈরীঃ ৬০-৭০ ইঞ্চি দূরত্বে গভীর ও ১২ ইঞ্চি ব্যাসের গর্ত / মাদা তৈরী করুন এবং লাইন থেকে লাইন দূরত্ব ৭০-৮০ ইঞ্চি ।


বীজতলা পরিচর্চা : বীজতলা/ পলি ব্যাগ শুকিয়ে এলে হালকা সেচ দিন। রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে ব্যবস্থা নিন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,৬ষ্ঠ সংস্করণ,সেপ্টেম্বর,২০১৭।