ভুট্টা এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : ভুট্টা

মৃত্তিকা :

পানি জমে না এমন বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

কম্পোজিট জাতের জন্য।

সারেরনাম

শতকপ্রতিসার

পঁচা গোবর 

১৬-২৪ কেজি

ইউরিয়া

৭০০ গ্রাম ১২৬ কেজি

টি এস পি

৬৮০-৮৭০ ্রাম

এম ও পি

৯০-৫৪০ গ্রাম

জিপসাম

৪০০-৬০০ গ্রাম

দস্তা

৪৫-৫০্রাম

বোরাক্স

৩০-৩৫ গ্রাম

 

 খরিফ এর জন্য।

সারেরনাম

শতকপ্রতিসার

পঁচা গোবর 

১৬-২৪ কেজি

ইউরিয়া

৮৭০ গ্রাম কেজি

টি এস পি

৫৩০-৮৭০ ্রাম

এম ও পি

৯০-৪৯০ গ্রাম

জিপসাম

৩৯০-৫৮০ গ্রাম

দস্তা

৩৫-৪০্রাম

বোরাক্স

২৫-৩০ গ্রাম

 

 

 রবি এর জন্য।

সারেরনাম

শতকপ্রতিসার

পঁচা গোবর 

১৬-২৪ কেজি

ইউরিয়া

২-২.২৩ কেজি

টি এস পি

৯৭০ গ্রাম ১ কেজি

এম ও পি

৭৩০-৮্রাম

জিপসাম

৯৭ গ্রাম-১ কেজি

দস্তা

৪৫-৫০্রাম

বোরাক্স

৩০-৩৫ গ্রাম

জমি তৈরীর শেষ পর্যায়ে অনুমোদিত ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং রবিতে হাইব্রিড জাততে জৈবসার ৪-৬টন, টিএসপি ২৪০-২৬০ কেজি, এমওপি ১৮০-২২০ কেজি, দস্তা সার ১০-১৫ কেজি, বরিক এসিড ৫-৭ কেজি এবং ইউরিয়া১৭০ -১৮০ কেজি  সারের সবটুকু ছিটিয়ে জমি চাষ করুন। বাকী ইউরিয়া সমান দুই কিস্তিতে প্রথম কিস্তি বীজ গজানোর ২৫-৩০ দিন পর  ১৬৫-১৮৫ কেজি  এবং দ্বিতীয় কিস্তি বীজ গজানোর ৪০-৫০ দিন পর ১৬৫-১৮৫ কেজি   প্রয়োগ  করুন। হবে।কম্পোজিট জাত রবিতে বুনলে ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম হাইব্রিড জাতের চেয়ে অর্ধেকের চেয়ে কিছু বেশি প্রয়োগ ক্রতে পারেব। তবে মাটি পরীক্ষা করে সারের মাত্রা নিরূপণ করা উত্তম।

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।