বরই এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : বরই

মৃত্তিকা :

উঁচু, পানি জমেনা এমন বেলে দোয়াঁশ থেকে দোয়াঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

 

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

সার পরিচিতি বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার চেনার উপায় ভিডিও

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 


ফসলের সার সুপারিশ :

কুলগাছের সুষ্ঠু বৃদ্ধি ও ভাল ফলনের জন্য নিয়মিত সার দেয়া দরকার। সারের পরিমাণ নির্ভর করে গাছের বয়স ও মাটির উর্বরতার ওপর। বিভিন্ন বয়সের গাছে সার প্রয়োগের মাত্রা হলো-

গাছের বয়স (বছর)

গাছ প্রতি সারের পরিমাণ

গোবর (কেজি)

ইউরিয়া (গ্রাম)

টি এস পি (গ্রাম)

এম ও পি (গ্রাম)

১-২

১০

৩০০

২৫০

২৫০

৩-৪

১৫

৫০০

৪০০

৪০০

৫-৬

২০

৭৫০

৭০০

৭০০

৭-৮

২৫

১০০০

৮৫০

৮৫০

৯ এর বেশি

৩০

১২০০

১০০০

১০০০

 

গাছে বর্ষার আগে আবার বর্ষার পরে জৈব সার, ইউরিয়া, টিএসপি ও এম ও পি ভালভাবে মাটির সাথে মিশিয়ে দিন। পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করুন। একটি পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে ১-৩ মিটার দূর থেকে জায়গা জুড়ে সার প্রয়োগ করুন। বোরনের আভাবে ফলের গায়ে দাদের মত দাগ পড়ে, ফল বিকৃত হয়ে যায়। ফলের বাড়ন্ত অবস্থায় প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম বোরিক এসিড(পাউডার) মিশিয়ে ১০ দিন পর ২-৩ বার স্প্রে করুন। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭