ফসল : ধান

আগাছার নাম : হলুদে মুথা

আগাছা জন্মানোর মৌসুম : খরিফ

প্রতিকারের উপায় :

নিড়ানি বা কাচি দিয়ে কন্দসহ তুলে ফেলতে হবে। কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে দমন করুন। সেজ জাতীয় বিরুৎ আগাছা দমনের জন্য অনুমোদিত আগাছানাশক ব্যবহার করুন। 

বিঘা প্রতি রনস্টার ২৫ ইসি ২৬৮ মিলিলিটার/ করস্টার ২৫ ইসি ২৬৮ মিলিলিটার/ রিফিট ৫০০ ইসি ১৩৪ মিলিলিটার রোপন অথবা বপনের ৩-৬ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে।

তথ্যের উৎস :

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১৮/০২/২০১৮

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।