ফসল : ধান

আগাছার নাম : ক্ষুদে শ্যামা ঘাস

আগাছা জন্মানোর মৌসুম : খরিফ

প্রতিকারের উপায় :

কাচি ও নিড়ানীর সাহায্যে দমন করুন। জমিতে পানি আটকিয়ে রেখে এ আগাছা দমন করুন। অক্সাডায়াজন গ্রুপের আগাছানাশক প্রতি হেক্টরে ১ লিটার আগাছা নাশক পরিমান মত পানিতে মিশিয়ে চারা রোপন/বপনের ৩-৬ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। 

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১৮/০২/২০১৮