ফসল : পান

আগাছার নাম : কাঁটানটে

আগাছা জন্মানোর মৌসুম : সারা বছর।

আগাছার ধরন : বিরুৎ জাতীয় একবর্ষজীবী আগাছ।

প্রতিকারের উপায় :

গভীর চাষ। বাছাই।

তথ্যের উৎস :

পান উৎপাদন কলাকৌশল (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল) এবং মাঠকর্ম, চাটমোহর, পাবনা, অক্টোবর, ২০০৯।