পান এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : পান

মৃত্তিকা :

উঁচু জমি যেখানে পানি দাঁড়ায় না এমন দো-আঁশ মাটি উত্তম।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

 মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


ফসলের সার সুপারিশ :

সারের পরিমাণ / শতক

 

 

 

 

 

 

 

ইউরিয়া

টিএসপি

এমওপি

জৈব সার

জিপসাম

দস্তা

বোরণ

৫১৫ গ্রাম

৮৮০ গ্রাম

১৪৫ গ্রাম

২৪ কেজি

২০০ গ্রাম

৬০ গ্রাম

ইউরিয়া

পাঁচ কিস্তিতে (চারা লাগানোর দুই মাস পর হতে এক মাস পর পর), প্রতিকিস্তিতে ১০৩ গ্রাম হারে প্রয়োগ করতে হবে।

জৈব সার

১২ কিস্তিতে (চারা লাগানোর দুই মাস পর হতে পনের দিন পর পর), প্রতিকিস্তিতে দুই কেজি হারে প্রয়োগ করতে হবে।

পুরাতন বরজের জন্য

ইউরিয়া

টিএসপি

এমওপি

জৈব সার

জিপসাম

দস্তা

বোরণ

৭২০ গ্রাম

৬০০ গ্রাম

১৪৫ গ্রাম

১৬ কেজি

২০০ গ্রাম

৬০ গ্রাম

ইউরিয়া

ছয় কিস্তিতে (ত্রিশ দিন পর পর), প্রতিকিস্তিতে ১০৩ গ্রাম হারে প্রয়োগ করতে হবে।

জৈব সার

১২ কিস্তিতে (চারা লাগানোর দুই মাস পর হতে পনের দিন পর পর), প্রতিকিস্তিতে দুই কেজি হারে জুন-নভেম্বর (মধ্য জৈষ্ঠ্য হতে মধ্য কার্তিক) মাসে প্রয়োগ করতে হবে।

অন্যান্য সার

বর্ষার শুরুতে প্রয়োগ করতে হবে।

অনলাইন সারসুপারিশ সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

তথ্যের উৎস :

কৃষকের ডিজিটাল ঠিকানা ওয়েবসাইট, //২০১৮।