টমেটো এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : টমেটো

বীজ উৎপাদন :

বিশুদ্ধ জাতের ভালো মানের বীজ পরিচিত উৎস থেকে সংগ্রহ করতে হবে। 

বাছাইকরণ: ভালো বীজ উৎপাদনের জন্য অপ্রত্যাশিত, রোগাক্রান্ত গাছ ও বিভিন্ন আগাছা বাছাই করতে হবে। ফসলের নিম্নে তিনটি স্তরে বাছাই প্রয়োজন। ১. গাছের দৈহিক বৃদ্ধি পর্যায়ে। ২. ফুল ফোটার সময়। ৩. পরিপক্ব অবস্থায়। 

ফসলের ভালো ব্যবস্থাপনাঃ

ভালো বীজ পেতে হলে ফসল বোনা থেকে শুরু করে বীজ কর্তন পর্যন্ত যত্নবান হতে হবে। 

১. বীজ ফসলের জমিতে নিয়মিত আগাছা পরিষ্কার, মাটি আলগাকরণ, পানি সেচ ও সুপারিশকৃত মাত্রায় সার সঠিক সময় ব্যবহারের দিকে বীজ উৎপাদককে খেয়াল রাখতে হবে।

২. সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকা ও রোগ দমন করে সুস্থ গাছ হতে পুষ্ট বীজ পাওয়া যায়। 

বীজ সংরক্ষণ:

বীজ সংরক্ষণে প্রচলিত নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে। ১. বীজ সংরক্ষণ ঘরে বাতাসের আর্দ্রতা কোনোক্রমেই ১০০-এর উপরে হবে না। ২. বীজ সংরক্ষণের জন্য বায়ু নিরোধ পাত্র যেমন পলিথিন আবৃত ছালা, টিন, কাচের পাত্র মোটা পলিথিন ব্যবহার করা যেতে পারে। সংরক্ষণ সময় বীজের ৬-৯% জলীয় ভাগ থাকা বাঞ্ছনীয়। সিলিকাজেল/ক্যালসিয়াম ক্লোরাইড বীজের সঙ্গে মিশিয়ে অথবা শুকনা কাঠ কয়লা, ছাই বা নিমের পাতার গুঁড়া পাত্রে রাখলে পোকার আক্রমণ হবে না। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।