পুঁইশাক এর চাষপদ্ধতির তথ্য

ফসল : পুঁইশাক

চাষপদ্ধতি :

পুঁই শাক চাষ করার আগে চাষ ও মই দিয়ে জমির মাটি ভালোভাবে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। চারা উৎপাদন করে লাগানো যায়। পুইশাকের চারা লাগানোর জন্য চারা থেকে চারা ২০ ইঞ্চি এবং লাইন থেকে লাইন ৪০ ইঞ্চি দুরুত্ত রাখুন।

তথ্যের উৎস :

শাক সবজি চাষ, মৃত্যুঞ্জয় রায়, ফেব্রুয়ারি ২০১৪, অনিন্দ্য প্রকাশ।