পুঁইশাক এর বীজ ও বীজতলার তথ্য

ফসল : পুঁইশাক

বর্ণনা : বেডে সারি করে ১০ সেমি দূরে দূরে বীজ পুঁতে বা ছিটিয়ে চারা তৈরি করা হয়। ফেব্রুয়ারি থেকে মার্চে বেডে চারা তৈরি করা হয়। বীজ এক রাত পানিতে ভিজিয়ে বোনা হয়। চারা দুই সপ্তাহ হলে সেগুলো মূল জমিতে লাগানো হয়।

বীজ ও বীজতলার প্রকারভেদ :

প্রযোজ্য নয়।


ভাল বীজ নির্বাচন :

সুস্থ ও রোগঅমুক্ত বীজ নির্বাচন করতে হবে।

বীজতলা প্রস্তুতকরণ : প্রযোজ্য নয়।


বীজতলা পরিচর্চা : প্রযোজ্য নয়।

তথ্যের উৎস :

শাক সবজি চাষ,মৃত্যুঞ্জয় রায়, ফেব্রুয়ারি ২০১৪, অনিন্দ্য প্রকাশ।