লিচু এর পুষ্টিমানের তথ্য

ফসল : লিচু

পুষ্টিমান :

প্রতি ১০০ গ্রাম খাদ্যপযোগী লিচুতে জলীয় অংশ ৮৪. ১ভাগ, আমিষ ১.১ ভাগ , স্নেহ .২ গ্রাম, খনিজ .৫ গ্রাম, শর্করা ১৩.৬ গ্রাম, ক্যালসিয়াম ১০ মিগ্রা, লৌহ ০.৭ মিগ্রা, ভিটামিন বি-১০.০২ মিগ্রা, ভিটামিন সি ৩১ মিগ্রা ও খাদ্য শক্তি ৬১ কিলোক্যালরি।

তথ্যের উৎস :

ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মৃত্যুঞ্জয় রায়, ২০১৬, অনিন্দ্য প্রকাশনী।