লিচু এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : লিচু

বীজ উৎপাদন :

দু’ভাবে বংশবিস্তার করা যায়, যথাঃ বীজ থেকে এবং কলমের মাধ্যমে। বীজ থেকে চারা গজাতে হলে ভিজা গরম বালির ভেতর রেখে দিলে চারা তাড়াতাড়ি গজাবে অন্যথায় ৬-৮ সপ্তাহ সময় লাগবে। বীজ থেকে তৈরী চারায় গ্রাফটিং বা বাডিং করে কলম করা যায়। এক্ষেত্রে রুটস্টকের বয়স ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে। মধ্য চৈত্র থেকে বৈশাখ (এপ্রিল-মে) বাডং করার উপযুক্ত সময়। এক্ষেত্রে সায়ন সংগ্রহের জন্য নির্বাচিত জাত ও রুটস্টক উভয়েরই পুরনো ডাল পালা ফাল্গুন থেকে মধ্য চৈত্র (ফেব্রুয়ারী থেকে মার্চ) ছাঁটাই করে দিতে হবে। অতঃপর নতুন শাখাকে বাডিং এর জন্য কাজে লাগাতে হবে।

বীজ সংরক্ষণ:

সাধারণত বীজ সংরক্ষণ প্রয়োজন হয় না।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ , সেপ্টেম্বর, ২০১৭।