ফসল : ধান
রোগের নাম : উফরা
রোগের কারণ : কৃমি
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : কুশি , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা
ব্যবস্থাপনা :
কার্বোফুরান জাতীয় বালাইনাশক (যেমন ফুরাডান ৫ জি, প্রতি বিঘায়/৩৩শতকে ২ কেজি করে) প্রয়োগ করুন এবং এরপর নিড়ানী দিন ও চূড়ান্ত ভাবে গাছ পাতলা করে দিন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
যেখানে সম্ভব সেখানে বছরের প্রথম বৃষ্টির পর জমি চাষ দিয়ে ১৫-২০ দিন পর শুকানো। জলি আমন এলাকায় সহনশীল জাত যেমন রায়দা এবং বাজাইল পরপর কয়েকবার আবাদ করা। ঘাস জাতীয় আগাছা, মুড়ি ধান বা ঝরে পড়া ধান (বিকল্প পোষক) সবসময় দমন করা।
অন্যান্য :
ধানের পর ধান আবাদ না করে অন্য ফসলের চাষ করুন। প্রাথমিক অবস্থায় রোগ ধরতে পারলে গাছের আগা ছেটে দিতে হবে।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১৮/০২/২০১৮।