ফসল : ধান
রোগের নাম : ধানের কান্ড পচা রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : কুশি , বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড
ব্যবস্থাপনা :
থায়োপেনেট মিথাইল জাতীয় ছত্রাকনাশক (টপসিন এম ৭০ ডব্লিউপি) ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর স্প্রে করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
এ রোগের প্রতি কিছুটা সহনশীল জাতের ধান যেমন- বিআর ১১, বিআর ১৪, বিআর২৯, ব্রিধান ৩০, ব্রিধান ৩১, ব্রিধান ৪০, ব্রিধান ৪২, ব্রিধান ৪৪, ব্রিধান ৪৫, ব্রিধান ৪৬, ব্রিধান ৪৭ ইত্যাদির চাষ করা।
বীজ শোধন করুন।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
ঘন করে চারা না লাগানো। সুষম সার ব্যবহার করা। মাঝে মাঝে রোপা জমি থেকে পানি সরিয়ে জমি শুকানো।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮।