ফসল : ধান
রোগের নাম : ধানের বাদামি দাগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , বীজ
ব্যবস্থাপনা :
বীজতলা বা জমি পানিতে ভেজা রাখা। অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা। সুষম মাত্রায় সার ব্যবহার করা। প্রতি ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ সার ও ৬০ গ্রাম সালফার (৮০%) মিশিয়ে জমিতে স্প্রে করা ।
পূর্ব-প্রস্তুতি :
বীজ শোধন করে বীজ বপন করুন।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
সুষম সারের ব্যবহার, অধিক পরিমাণে জৈব সার ব্যবহার এবং সঠিক পানি ব্যবস্থাপনা ।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮।