ফসল : ধান

রোগের নাম : ধানের বাদামি দাগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : পাতায় প্রথমে ছোট ছোট বাদামি দাগ দেখা যায় । দাগ গুলো আস্তে আস্তে বড় হয়ে তিলের বীজের আকার ধারণ করে। দাগের মাঝ খানটা হালকা বাদামি রঙের হয়। অনেক সময় দাগের চারিদিকে হলুদ আভা দেখা যায়। বীজ আক্রান্ত হলে হালকা থেকে গাড় বাদামি দাগ দেখা যায় ।বেশির ভাগ ক্ষেত্রে দানাগুলো ছোট হয়ে থাকে। তবে অনুকূল আবহাওয়ায় আক্রমণ তীব্র হলে পুরো বীজ বাদামি হয়ে যায় এমনকি চালেও বাদামি দাগ দেখা যায় ।মাটিতে জৈব পদার্থের ঘাটতি, রোগাক্রান্ত বীজের ব্যবহার এবং মাটিতে নাইট্রোজেন, পটাশ, দস্তা এবং পানির অভাব এ রোগের অনুকূল অবস্থা ।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , বীজ

ব্যবস্থাপনা :

বীজতলা বা জমি পানিতে ভেজা রাখা। অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা। সুষম মাত্রায় সার ব্যবহার করা। প্রতি ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ সার ও ৬০ গ্রাম সালফার (৮০%) মিশিয়ে জমিতে স্প্রে করা ।

পূর্ব-প্রস্তুতি :

বীজ শোধন করে বীজ বপন করুন।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

অন্যান্য :

সুষম সারের ব্যবহার, অধিক পরিমাণে জৈব সার ব্যবহার এবং সঠিক পানি ব্যবস্থাপনা ।

তথ্যের উৎস :

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮