ফসল : ধান
রোগের নাম : বাকানি
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বীজ , চারা
ফসলের যে অংশে আক্রমণ করে : কান্ডের গোঁড়ায় , গোঁড়া
ব্যবস্থাপনা :
বীজতলা আর্দ্র বা ভিজে রাখুন। আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলা। চারা লাগানোর ক্ষেত আক্রান্ত হলে আক্রান্ত জমির পানি শুকিয়ে ফেলুন।
পূর্ব-প্রস্তুতি :
সুষম মাত্রায় সার প্রয়োগ করুন। কিছুটা প্রতিরোধ সম্পন্ন ধানের জাত যেমন-বিআর১৪, ব্রি ধান২৮, ব্রি ধান৪২, ব্রি ধান৪৪ ও ব্রি ধান৪৫ এর চাষ করা। বীজ শোধন করে বীজ বপন করুন।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করুন। একই জমি বীজতলার জন্য ব্যবহার না করা।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮।