ফসল : আম

রোগের নাম : বোঁটা পচা রোগ

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : প্রথমে বোঁটায় কাল দাগ দেখা যায়, দাগ দ্রুত বাড়তে থাকে এবং গোলাকার হয়ে বোঁটার চারিদিকে ছড়িয়ে পড়ে। আম ২/৩ দিনের মধ্যেই ফল পচিয়ে ফেলে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : ফল পরিপক্ব

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

ব্যবস্থাপনা :

গাছ থেকে আম পাড়ার পরেই গরম পানিতে (৫৫ ডিগ্রী  সেলসিয়াস তাপমাত্রায় ৫ মিনিট) ডুবিয়ে রাখার পর  শুকিয়ে নিতে হবে অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন-  এইমকোজিম ২০ গ্রাম)  প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে  ১২-১৫ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

 

পূর্ব-প্রস্তুতি :

মেঘ মুক্ত রৌদ্রজ্জল দিনে আম গাছ থেকে পাড়তে হবে এবং পাড়ার সময় যাতে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বোঁটা কয়েক সেন্টিমিটার লম্বা রেখে আম পাড়লে এ রোগের সাম্ভাবনা কিছুটা কম থাকে। 

অন্যান্য :

আম পাড়ার সাথে সাথে গাছতলায় না রেখে অন্যত্র সরিয়ে ফেলতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭। 

ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।