ক্ষতির ধরণ : প্রথমে আমের মুকুলের উপরের ভাগে সাদা বর্নের আবরণ দেখা যায়। হাল্কা বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ এ রোগের ব্যাপক উতপাদনের সহায়তা করে। আক্রান্ত মুকুলের সব ফুল ঝরে পড়ে, শুধু মুকুলদন্ড দাঁড়িয়ে থাকে, যার কারণে ফল ধারন হয়না। আনেক সময় আক্রান্ত মুকুলে ফল ধারন সম্ভব হলেও ফলের ত্বক খসখসে হয়, আক্রান্ত কচি আম ঝরে পড়ে।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : কুশি , বাড়ন্ত পর্যায় , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : ফল
ব্যবস্থাপনা :
সালফার জাতীয় ছত্রাকনাশক (যেমন কুমুলাস ডিএফ ৪০ গ্রাম বা থিওভিট ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ৭ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।