ফসল : আম
রোগের নাম : লাল মরিচা
রোগের কারণ : শৈবাল
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
টেবুকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন: ফলিকুর ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে) অথবা হেক্সাকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন: ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর আক্রমণের শুরু থেকে মোট ২-৩ বার প্রয়োগ করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে।
অন্যান্য :
আক্রমন দেখা দেয়া মাত্রই আক্রান্ত স্থানের বাকল (কিছুটা ভাল টিস্যু সহ) তুলে ফেলতে হবে এবং সেখানে বোর্দ পেস্ট লাগাতে হবে (১০০ গ্রাম তুতে ১০০গ্রাম চুন ১ লিটার পানিতে মিশিয়ে বোর্দ পেস্ট তৈরি করা যায়)। যেসব গাছে বোর্দপেস্ট লাগানো সম্ভব না সেসব গাছে বোর্দ মিক্সার স্প্রে করতে হবে ( ১০ গ্রাম তুতে ১০গ্রাম চুন ১লিটার পানিতে মিশিয়ে বোর্দ মিক্সার তৈরি করা যায়)।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেটেম্বর, ২০১৭।
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।