ফসল : আম

রোগের নাম : ঝুল রোগ

রোগের স্থানীয় নাম : মহালাগা

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : হপার পোকা আমের মুকুল থেকে অতিরিক্ত রস খায় এবং পাতার উপরে মধু জাতীয় তরল (হানি ডিউ) নিঃসরণ করে। উক্ত হানি ডিউ এর উপরে ছত্রাকের কনিডিয়া জন্মায় এবং কালো আবরনের সৃষ্টি করে। হপার ছাড়াও ছাতরা পোকা ও স্কেল পোকা হানি ডিউ নিঃসরণ করে এবং ঝুল রোগের আক্রমনের সহায়তা করে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ফল

ব্যবস্থাপনা :

আমের মুকুল যখন ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হয় তখন প্রথমবার এবং আম যখন মটর দানার মতো আকার ধারণ করে তখন দ্বিতীয়বার সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (রিপকর্ড বা সিমবুস বা ফেনম বা এরিভো ১০ ইসি প্রতি ১০লিটার পানিতে ১০ মিলিলিটার মিশিয়ে) পুরো গাছে স্প্রে করতে হবে। আমের হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে তাই রোগ দমনের সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন: কুমুলাস ডিএফ ৪০ গ্রাম ১০ লিটার বা থিওভিট ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার শেষ বিকেলের দিকে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

বাগান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোকামাকড়ের আক্রমন কম হয়।

তথ্যের উৎস :

কৃষিকৃ প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭। ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।