ফসল : ধান
রোগের নাম : পাতার ফোস্কাপড়া রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : যেকোন অবস্থা
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা
ব্যবস্থাপনা :
সালফার জাতীয় ছত্রাকনাশক (যেমন কুমুলাস ৪০ গ্রাম বা গেইভেট বা মনোভিট ২০গ্রাম) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর আক্রমণের শুরু থেকে মোট ২-৩ বার প্রয়োগ করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
ব্রি ধান২৭,ব্রি ধান২৮, ব্রি ধান২৯, ব্রি ধান৩০, ব্রি ধান৩১, ব্রি ধান৩৭,ব্রি ধান৩৮,ব্রি ধান৪৫ ইত্যাদি সহনশীল জাত চাষ করা।
বীজশোধন করা।
বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
অন্যান্য :
পরিমিত মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করা। নাড়া জমিতে পুড়িয়ে ফেলা।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮।