পটল এর সেচের তথ্য

ফসল : পটল

সেচ ব্যবস্থাপনা :

প্রয়োজনীয় পানির অভাব হলে ফল ধারনব্যাহত হবে এবং যেসব ফল ধরেছে সেগুলো আস্তে আস্তে ঝড়ে যাবে। সমস্তজমি ভিজিয়ে প্লাবন সেচ দেওয়া যাবে না। শুধুমাত্র সেচ নালায় পানি দিয়ে আটকেরাখলে গাছ পানি টেনে নিবে। প্রয়োজনে সেচ নালা হতে ছোট কোন পাত্র দিয়ে কিছুপানি গাছের গোড়ায় সেচ দিন। শুষ্ক মৌসুমে লাউ ফসলে ৫-৭ দিন অন্তর পানি দেয়ারব্যবস্থা করুন।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : পটল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি সময়মতো নালা দিয়ে বের করে দিতে হবে।


তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮