পটল এর পুষ্টিমানের তথ্য

ফসল : পটল

পুষ্টিমান :

প্রতি ১০০ গ্রাম খাদ্যপযোগী পটলে খাদ্যশক্তি ১৯ কিলোক্যালোরি, আমিষ ১.৮৯ গ্রাম, ক্যালসিয়াম ২৮১ মিলিগ্রাম, শর্করা ৩.৫২ গ্রাম, এছাড়াও রয়েছে লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি-২ ইত্যাদি। 

তথ্যের উৎস :

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ০২/০২/২০১৮।