কলা এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : কলা

বীজ উৎপাদন :

ফুল  আসার সময় গাছ প্রতি বালাই মুক্ত চারা রোপণের জন্য অসি তেউড় (Sword Sucker)  নির্বাচন করুন ।  বাকি চারা মাটি বরাবর  কেটে দিন। অসি তেউড়ের পাতা সরু ও সুঁচালো, অনেকটা তলোয়ারের মত। গুড়ি বড়, শক্তিশালী, কান্ড ক্রমশ নিচের দিক থেকে উপরের দিকে সরু হয়।তিন মাস বয়সের সুস্থ, সবল তেউর/কন্দযুক্ত অসি/ চিকণ পাতাওয়ালা, যা গোড়া থেকে আগার দিক সরু চারা রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করুন। 

বীজ সংরক্ষণ:

চারার গোড়া থেকে পুরতন শিকড় এবং গোড়া থেকে ১০-১৫ সেমি রেখে উপরের অংশ ছেঁটে দিন। ছায়া ও আদ্রতাযুক্ত স্থানে চারা রাখুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্কর, সেপ্টেম্বর, ২০১৭।