তরমুজ এর বাজারজাত করণের তথ্য

ফসল : তরমুজ

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

ঠেলাগাড়ি, রিক্সা, ভ্যান, নৌকা

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

ট্রাক

প্রথাগত বাজারজাত করণ :

ফসল তোলার পর সরাসরি বাজারজাত করা হয়।

ফসল বাজারজাতকরনের বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

গ্রেডিং/ বাছায়ের পরে বাজারজাত করে ।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮