তরমুজ এর পুষ্টিমানের তথ্য

ফসল : তরমুজ

পুষ্টিমান :

তরমুজে ১১ মিলি গ্রাম  ক্যালসিয়াম রয়েছে। তাছাড়া জলীয় অংশ ৯৫.৮ গ্রাম, খনিজ পদার্থ, শর্করা ৩.৩ গ্রাম, খাদ্য শক্তি ১৬ কিলোক্যালরি , ফসফরাস, ভিটামিন বি১ এবং ভিটামিন সি রয়েছে।

বর্ণনা : তরমুজ গ্রীষ্মকালের জনপ্রিয় ফল। আয়তকার, সবুজ রঙের রসালো ফল।

তথ্যের উৎস :

কৃষি ডাইরি, কৃষি তথ্য সার্ভিস, ২০১৭।