আখ এর বাজারজাত করণের তথ্য

ফসল : আখ

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

 মাথায় করে/ ঠেলাগাড়ি/ নৌকা

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

 ট্রলি ভেন গাড়ি, ট্রাক, রেলের ওয়াগন।

প্রথাগত বাজারজাত করণ :

চিবিয়ে খাবার আখ আঁটি বেঁধে স্থানীয় বাজার/রস করে মোকামে এবং চিনির আখ চুক্তিবদ্ধ চাষি সরাসরি মিলে / বিক্রয় কেন্দ্রে বাজারজাত করে।

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

গুড় আড়তে/ হাটবাজারে হাঁড়ি/ মটকা/ টিনের পাত্রে;এবং চিনি চটে,পলি ব্যাগে, নানা আকারের পাত্রে বাজারজাত করে।

ফসল বাজারজাতকরনের বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

তথ্যের উৎস :

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ২৩/০২/২০১৮।