ফসল : ধান

পোকার নাম : নলি মাছি/গলমাছি

পোকা চেনার উপায় : গলমাছি দেখতে অনেকটা মশার মত, পেটটা উজ্জ্বল লাল রংয়ের।

ক্ষতির ধরণ : স্ত্রী গলমাছি পাতার নীচের পাশে ডিম পাড়ে, তবে মাঝে মধ্যে পাতার খোলের উপরও ডিম পাড়ে। এ পোকার আক্রামণের ফলে ধান গাছের মাঝখানের পাতাটা পেঁয়াজ পাতার মত নলাকার হয়ে যায়। ফলে কুশিতে আর শিষ হয় না।

আক্রমণের পর্যায় : কুশি

ফসলের যে অংশে আক্রমণ করে : আগা , কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা :

জমিতে শতকরা ৫ ভাগ পাতায় লক্ষণ দেখা গেলে কীটনাশক ব্যবহার করুন। আক্রমনের মাত্রা বেশী হলে বালাইনাশক ব্যাবহার করা যেতে পারে হেয়াজিনন বা ডায়াজিনন জাতীয় কীটনাশক (যেমন সার্বিয়ন ৬০ ইসি ৩০ মিলিলিটার ) অথবা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন রিপকর্ড ১০ ইসি বা ওস্তাদ ২০ মিলিলিটার) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

রোপনের পর নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন।

অন্যান্য :

আলোক ফাঁদ ব্যবহার করে পূর্ণ বয়ষ্ক পোকা দমন করতে পারেন।

আলোক ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮

ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮