ফসল : ধান
পোকার নাম : ছাতরা পোকা
পোকা চেনার উপায় : স্ত্রী ছাতরা পোকা খুব ছোট, লালচে সাদা রঙের, নরম দেহবিশিষ্ট, পাখাহীন এবং গায়ে সাদা মোমজাতীয় পদার্থের আবরণ থাকে। এরাই গাছের ক্ষতি করে। এক সাথে অনেকগুলো ছাতরা পোকা গাছের কান্ড ও খোল এবং পাতার খোলের মধ্যবর্তী জায়গায় থাকে। পুরুষ পোকা অনুপাতে সংখ্যায় খুবই কম বলে বিশেষ ক্ষতি করতে পারে না।
ক্ষতির ধরণ : গাছের কান্ড ও পাতার খোলের মধ্যবর্তীস্থানে একত্রে অধিক সংখ্যক থাকায় সাদা মোমের মত দেখা যায়। আক্রমণ তীব্র হলে গাছে শিষ বের হয় না।
আক্রমণের পর্যায় : কুশি
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক
ব্যবস্থাপনা :
আক্রমণ বেশি হলে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ( যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২-৩ বার ভালভাবে স্প্রে করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
জমি ও বীজতলা নিয়মিত পরিদর্শন করুন।
অন্যান্য :
আক্রান্ত গাছ তুলে মাটিতে পুতে ফেলতে হবে। আরো বিস্তারিত জানতে নিকটস্থ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
তথ্যের উৎস :
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।
ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার, ১২/০২/২০১৮।