ফসল : ধান

পোকার নাম : লম্বা শুঁড় উরচুঙ্গা

পোকা চেনার উপায় : এদের গায়ের রঙ সোনালি এবং লাফিয়ে চলে।

ক্ষতির ধরণ : পাতার কিনারা ও শিরা বাকি থাকে। ক্ষতিগ্রস্থ পাতা ঝাঝরা হয়ে যায়।

আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক

ব্যবস্থাপনা :

কুইনালফস জাতীয় কীটনাশক (যেমন কনভয়/ গেটলাক্স/ ইকোলাক্স ২৫-৩০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতক জমিতে) শেষ বিকেলে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

জমি ও বীজতলা পরিদর্শন। জমিতে ডাল বা কঞ্চি দিয়ে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা।

অন্যান্য :

হাতজাল দিয়ে পোকা ধরে মেরে ফেলুন।

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮

বালাইনাশক নির্দেশিকাওয়েবসাইট, ১২/০২/২০১৮।