ফসল : আম

পোকার নাম : বিছা পোকা/স্যঙ্গা পোকা

পোকা চেনার উপায় : কীড়ার রঙ হালকা হলুদ, কমলা বা লাল রঙের শুয়া যুক্ত। কীড়ার মাথা বাদামি রঙের।

ক্ষতির ধরণ : পাতার খুব ক্ষতি করে, পোকার কীড়া পাতার সবুজ অংশ রাক্ষসের মত চিবিয়ে চিবিয়ে খেতে খেতে শিরা ছাড়া আর কোন সবুজ আংশ রাখে না, এতে গাছের স্বাভাবিক খাদ্য তৈরি ব্যহত হয়, গাছ দুর্বল হয়ে পড়ে।

আক্রমণের পর্যায় : যেকোন অবস্থা

ফসলের যে অংশে আক্রমণ করে : কচি পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা :

সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ( যেমন: কট বা রিপকর্ড বা সিমবুস বা ফেনম বা এরিভো ১০ ইসি ১০ মিলিলিটার)  প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর ২-৩ বার পুরো গাছে স্প্রে করুন।ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশক সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

পূর্ব-প্রস্তুতি :

নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে, বিছা পোকার উপস্থিতি বোঝা গেলে তক্ষুনি ডিমের গাদা সহ আমের পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।

অন্যান্য :

আক্রান্ত গাছের ডালপালা ছেঁটে দিলে পরের বছর আক্রমনের সাম্ভাবনা কমে যায়। ফেরোমন ফাঁদ ব্যবহার করুন।

সেক্স ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।