মাসকলাই এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : মাসকলাই

মৃত্তিকা :

পানি জমে না এমন মাঝারি উঁচু জমি এবং বেলে দো-আঁশ ও পলি দো-আঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মাটির ধরন এবং মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সহায়তা নিতে হবে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

সারডিলারের তথ্য পেতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

প্রতি হেক্টরে ইউরিয়াঃ ৪০-৫০ কেজি। 

টিএসপি/ডিএপিঃ ৮৫-৯৫ কেজি।

এমওপিঃ ৪০-৫০ কেজি।শেষ চাষের সময় সমুদয় সার প্রয়োগ করুন।প্রতি কেজি ডিএপি ব্যবহারে ২৫০ গ্রাম ইউরিয়া কম দিন। অপ্রচলিত এলাকায় আবাদের জন্য সুপারিশ মোতাবেক নির্দিষ্ট অণুজীব সার প্রয়োগ করা যেতে পারে।  প্রতি কেজি বীজের জন্য ৫০ গ্রাম হারে অণুজীব সার প্রয়োগ করা যেতে পারে। ইনোকুলাম সার ব্যবহার করলে ইউরিয়া সার প্রয়োগ করবেন না। অবস্থা ভেদে সারের মাত্রা কম বেশি করুন।

সারের নাম

শতক প্রতি সার

হেক্টর প্রতি সার

কম্পোস্ট

২০-৪০ কেজি

১০ টন

ইউরিয়া

১.২ কেজি

৩০০ কেজি

টিএসপি

.১ কেজি

২৭০ কেজি

পটাশ

১ কেজি

২৩০ কেজি

জিপসাম

৫০০ গ্রাম

১১০ কেজি

দস্তা

১০০ গ্রাম

২.৫ কেজি 


প্রতি শতকে ৩৫ কেজি পচা গোবোর অথবা কম্পোস্ট সার, ইউরিয়া ১৪০ গ্রাম, ডিএপি ৩৫০ গ্রাম এবং এমপি ১৫০ গ্রাম প্রয়োগ করতে হবে। প্রতি কেজি বীজের জন্য ৯০ গ্রাম হারে অনুমোদিত অণুজীব সার প্রয়োগ করতে হবে। অনুজীব সার দিলে ইউরিয়া সার দেয়ার প্রয়োজন নেই।

অনলাইন সারসুপারিশ সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।