ধনিয়া এর চাষপদ্ধতির তথ্য

ফসল : ধনিয়া

বর্ণনা : মাটির প্রকার ভেদে ৪-৬ টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে।

চাষপদ্ধতি :

সারি বা বেড পদ্ধতিতে বীজ বোনার জন্য হেক্টর প্রতি ৮-১০ কেজি বা বিঘা প্রতি ১.০-১.৩ কেজি বীজ প্রয়োজন। ছিটিয়ে বোনার জন্য দ্বিগুন বীজের প্রয়োজন। ধনিয়া মিশ্র ফসল হিসেবে সারি পদ্ধতিতে বপনের জন্য ৫৩০-৬৭০ গ্রাম বীজের প্রয়োজন।

বীজ শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বীজতলা বা জমি শোধন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট৬ষ্ঠ সংস্করনসেপ্টেম্বর২০১৭