ধনিয়া এর মাটি ও সার ব্যবস্থাপনার তথ্য

ফসল : ধনিয়া

মৃত্তিকা :

উঁচু, পানি জমেনা এমন বেলে দোআঁশ থেকে এটেল দোআঁশ মাটি।


মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা :

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিস্তারিত জানতে ক্লিক করুন

সার পরিচিতি :

সার পরিচিতি সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন


ভেজাল সার চেনার উপায় :

ভেজাল সার শনাক্তকরণ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ভেজাল সার চেনার উপায় ভিডিও


ফসলের সার সুপারিশ :

ফসলের সার সুপারিশ  (শতক  প্রতি)

ফসলের সার সুপারিশ  (হেক্টর প্রতি)

পচা গোবর/কম্পোস্ট  ২০ কেজি 

ইউরিয়া  ০.৬১-০.৭৩ কেজি

টিএসপি  ০.৪৪-০.৫৩ কেজি

এমওপি/পটাশ  ০.৩৬-০.৪৪ কেজি।

 

সমুদয় কম্পোস্ট ও টিএসপি এবং অর্ধেক পটাশ জমি তৈরীর সময় প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও অবশিষ্ট পটাশ দুই কিস্তিতে বীজ বপনের ২৫ এবং ৪০ দিন পর প্রয়োগ করতে হবে।

 

জমি তৈরীর সময় পচা গোবর/কম্পোস্ট ৫ টন ডিএপি/টিএসপি ১১০-১৩০কেজি ও এমওপি ৪৫-৫৫ কেজি প্রয়োগ করুন।

বীজ বপনের ২৫ দিন পর ইউরিয়া ৭৫-৯০ কেজি  ও এমওপি ২২.৫০-২৭.৫০ কেজি প্রয়োগ করুন।

বীজ বপনের ৪০ দিন পর আবার ইউরিয়া ৭৫-৯০ কেজি ও এমওপি ২২.৫০-২৭.৫০ কেজি প্রয়োগ করুন।

প্রতি কেজি ডিএপি সার ব্যবহারের জন্য ৪০০ গ্রাম ইউরিয়া কমিয়ে দিন। মাটির উর্বরতা বা মাটি পরীক্ষা করে সার দিলে সারের মাত্রা সে অনুপাতে কম  বেশি করুন।

 

অনলাইন সারসুপারিশ সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট৬ষ্ঠ সংস্করনসেপ্টেম্বর২০১৭