পাতা সংগ্রহের জন্য ধনিয়ার চাষ করলে ৩/৪ দিন পর পর হালকাভাব পানি সেচ দিন।
সেচ ও নিকাশ পদ্ধতি :
1 : ধনিয়ার জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। প্রতিবার সেচের পর ’জো’আসা মাত্র মাটির চটা ভেঙ্গে দিন। গ্রীষ্মকালে বীজ ফেলার পর বেডের উপর হালকা করে খড় বিছিয়ে দিন, এতে সেচ বা বৃষ্টির পানির ছিটিয়ে পাতায় মাটি লাগতে পারে না।
লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি :
কলসি বা ঝাঁঝরি দিয়ে ঝরনা সেচ দিন।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭।